মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসুন।

অভিভাবকরা মৃত ব্যাক্তির চক্ষুদানের সিদ্ধান্ত নিতে পারেন। মারা যাবার ৬ ঘন্টার ভেতর চোখ/কর্ণিয়া সংগ্রহ করতে হয়, তাই চক্ষুদাতা মারা যাবার কিছুক্ষনের মধ্যে অভিভাবকরা 'সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি'-এর সাথে যোগাযোগ করুনঃ 01511555567 অথবা 01785777744

আপনার ই-কার্ডে নামের বানান বা ছবি পরিবর্তন

আপনি যদি অনলাইনে মরণোত্তর চক্ষুদানে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে আপনার রেজিস্ট্রেশন ফাইনাল হবার পর আপনাকে ইমেইল/ফেইসবুক ইনবক্সে ই-কার্ড পাঠিয়ে দেয়া হয়েছে।

যদি ই-কার্ডে আপনার নামের বানান ভুল হয় বা যদি ই-কার্ডে আপনার ছবি পরিবর্তন করতে চান, তাহলে নিচের ফর্মে তথ্য জানিয়ে দিন।

আপনার নামের বানান ভুলঃ
আপনার নামের বানান ভুল হলে, সঠিক বাংলা অক্ষরে আপনার নাম জানিয়ে দিন।

আপনার ছবি পরিবর্তন করতে চান?
ফর্মে আপনার ছবি যুক্ত করে দিন।

ইমেইল এড্রেস বা ফেইসবুক লিংকঃ
আপনার ইমেইল এড্রেস এবং ফেইসবুক লিংক দেয়া চেষ্টা করবেন। তাহলে আপনার ই-কার্ড পাঠিয়ে দেয়া সম্ভব হবে।

আপনাকে ইমেইল করে দেয়া হবে এবং পাশাপাশি আপনার ফেইসবুক প্রফাইলে ইনবক্স করে দেয়া হবে। ইমেইলের Spam ফোল্ডার এবং ফেইসবুকের Message Request খেয়াল রাখার জন্য অনুরোধ করা হল।

  • (ই-কার্ডে যে নাম দেয়া আছে)
  • (যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল)
  • Max. file size: 5 MB.
  • This field is for validation purposes and should be left unchanged.

মরণোত্তর চক্ষুদানে রেজিস্ট্রেশন করুন

ই-কার্ড সংশোধন করুন

ই-কার্ড পুনরায় ইমেইল করার রিকুয়েস্ট

রেজিস্ট্রেশন বাতিল করার রিকুয়েস্ট

CALL SANDHANI

অভিভাবকরা মৃত ব্যাক্তির চক্ষুদানের সিদ্ধান্ত নিতে পারেন। মারা যাবার ৬ ঘন্টার ভেতর চোখ/কর্ণিয়া সংগ্রহ করতে হয়, তাই চক্ষুদাতা মারা যাবার কিছুক্ষনের মধ্যে অভিভাবকরা সন্ধানীর সাথে যোগাযোগ করুনঃ 01511555567 অথবা 01785777744

JOIN US ON FACEBOOK

PRE-REGISTRATION

একজন অন্ধের চোখ ফিরিয়ে দিতে আমাদের ওয়েবসাইট থেকে Pre-Registration করুন। "সন্ধানী চক্ষুদান সমিতি" আপনার সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন ফাইনাল করে দিবে। রেজিস্ট্রেশন করার ৭ দিনের ভেতর ই-কার্ড ইমেইল বা ফেইসবুকের ইনবক্সে না পেলে, আমাদের 'ফেইসবুক পেইজে' ইনবক্স করুন, অথবা ইমেইল করুন hello@eyedonationbd.com এই ইমেইল এড্রেসে।