অভিভাবকরা মৃত ব্যাক্তির চক্ষুদানের সিদ্ধান্ত নিতে পারেন। মারা যাবার ৬ ঘন্টার ভেতর চোখ/কর্ণিয়া সংগ্রহ করতে হয়, তাই চক্ষুদাতা মারা যাবার কিছুক্ষনের মধ্যে অভিভাবকরা 'সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি'-এর সাথে যোগাযোগ করুনঃ 01511555567 অথবা 01785777744
ইসলাম ধর্মে কি মরণোত্তর চক্ষুদান জায়েজ? চক্ষুদান সম্পর্কে ইসলাম কি বলে?
আমাদের কমনসেন্স দিয়ে চিন্তা করলেও আমরা বুঝতে পারি, কোনো ধর্মই মানুষের উপকার করতে বাঁধা দেয় না। জগতের সর্বোত্তম সৃষ্টি “মানুষ” এর উপকার করতে কোনো ধর্মই বাঁধা দেয় না। যেখানে সব ধর্মেই বলা আছে, মানুষের উপকার করা পরম ধর্ম। আন্তর্জাতিক আধুনিক ইসলামিক প্রায় সকল স্কলাররা মরণোত্তর চক্ষুদানকে সমর্থন জানিয়েছে। এমনকি উনাদের অনেকেই মরণোত্তর চক্ষুদানকে “সদকায়ে জারিয়া” বলে থাকেন কারণ মৃত্যুর পরেও মানুষের উপকার করার সবচেয়ে সহজ উপায় হল মরণোত্তর চক্ষুদান।
আমাদের সংগ্রহিত অনেকগুলো রেফারেন্স নিচে দেয়া হলঃ
- ১৯৬৬ সালে মিশরের সর্বোচ্চ মুফতি প্রথম অংগ-প্রত্যঙ্গ দানের জর্ডান এবং ১৯৭৯ সালে সৌদি আরবের রিয়াদে আলেমদের সর্বোচ্চ কাউন্সিল চিকিৎসার প্রয়োজনে চক্ষু প্রতিস্থাপনের পক্ষে ফতোয়া জারী করে। পরবর্তী সময়ে ১৯৮৫ সালে সৌদি আরবের মক্কা নগরীতে অনুষ্ঠেয় মুসলিম লীগের ফিকাহ্ একাডেমীর ৮ম সভায় অঙ্গ-প্রত্যঙ্গ দান ও প্রতিস্থাপন ইসলাম ধর্মের সাথে সংগতিপূর্ণ বলে মতামত প্রদান করে। সিরিয়া, মিসর, মরক্কো, তিউনিশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ইত্যাদি মুসলিম প্রধান দেশে বিশেষ করে আলেমদের অংশগ্রহণে চক্ষুদানের মহৎ ধারা ধীরে ধীরে বিকশিত হচ্ছে। সুতরাং ইসলাম ধর্মে চক্ষুদানে কোনো বাধা নেই… পাশাপাশি অন্যান্য ধর্মেও মরণোত্তর চক্ষুদানে কোনো বাধা নেই। (তথ্যসুত্রঃ সন্ধানী চক্ষুদান সমিতি)
- চক্ষুদানে শ্রদ্ধেয় জাকির নায়েক সাহেবের সমর্থন। “মরণোত্তর চক্ষুদান ইসলাম ধর্মে জায়েজ” – ব্যাখ্যা করেছেন ইসলামি চিন্তাবিদ, ধর্মপ্রচারক, বক্তা জাকির নায়েক সাহেব…৩ টি শর্ত পূরণ হলে, মরণোত্তর চক্ষুদান জায়েজঃ
১) যার অঙ্গটা দরকার – এটা তাঁর জীবন রক্ষাকারী হতে হবে।
২) যিনি দান করবেন তাঁর ক্ষতি হতে পারবে না…
৩) বিক্রি করা যাবে না…এই ৩ টি শর্ত পালন করে মরণোত্তর চক্ষুদান করা যাবে…
ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=A_HEpPI3hP0


- মুফাচ্ছিরে কোরআন মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব (পি. এইচ. ডি., গবেষক , আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া) মরণোত্তর চক্ষুদানে সমর্থন করেছেন। “মরণোত্তর চক্ষুদান ইসলাম ধর্মে জায়েজ” – ব্যাখ্যা করেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব…
৩ টি শর্ত পূরণ হলে, মরণোত্তর চক্ষুদান জায়েজঃ
১) যিনি দান করবেন, তাঁর ক্ষতি হতে পারবে না
২) বিক্রি করা যাবে না
৩) যাকে দান করবেন তাঁর জরুরি হতে হবে
এই ৩ টি শর্ত পালন করে মরণোত্তর চক্ষুদান করা যাবে…
সম্পুর্ন ভিডিও দেখুনঃ https://www.youtube.com/watch?v=5VePW8SDce0 - সৌদি আরবীয় ইসলামী পন্ডিত সালিহ আল মুনাজ্জিদ এর আরবের সবচেয়ে গ্রহনযোগ্য ওয়েবসাইটে চক্ষুদানের ব্যাপারে সমর্থনঃ
https://islamqa.info/en/21381
https://islamqa.info/en/107690 - শায়খ আব্দুল্লাহ্ আল কাফী মাদানী সাহেব মরণোত্তর চক্ষুদানে সমর্থন জানিয়েছেনঃ
https://www.youtube.com/watch?v=jpjsGjQ83Cc - OIC (Organization of Islamic Cooperation) এর স্থায়ী বাংলাদেশী প্রতিনিধি জনাব আবদুল্লাহ আল-মারুফ এর ব্যাখ্যাঃ
https://www.youtube.com/watch?v=UJ9n5-SU4Zs - চক্ষুগ্রহনের পর চক্ষুগ্রহিতা সেই চোখ দিয়ে খারাপ কাজ করলে তা চক্ষুদাতার জন্য পাপ হবে না… সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন জাকির নায়েক সাহেবঃ
https://www.youtube.com/watch?v=JgnzbEGbW7Y
মরণোত্তর চক্ষুদানে রেজিস্ট্রেশন করুন
ই-কার্ড সংশোধন করুন
ই-কার্ড পুনরায় ইমেইল করার রিকুয়েস্ট
রেজিস্ট্রেশন বাতিল করার রিকুয়েস্ট
CALL SANDHANI
অভিভাবকরা মৃত ব্যাক্তির চক্ষুদানের সিদ্ধান্ত নিতে পারেন। মারা যাবার ৬ ঘন্টার ভেতর চোখ/কর্ণিয়া সংগ্রহ করতে হয়, তাই চক্ষুদাতা মারা যাবার কিছুক্ষনের মধ্যে অভিভাবকরা সন্ধানীর সাথে যোগাযোগ করুনঃ 01511555567 অথবা 01785777744
PRE-REGISTRATION
একজন অন্ধের চোখ ফিরিয়ে দিতে আমাদের ওয়েবসাইট থেকে Pre-Registration করুন। "সন্ধানী চক্ষুদান সমিতি" আপনার সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন ফাইনাল করে দিবে। রেজিস্ট্রেশন করার ৭ দিনের ভেতর ই-কার্ড ইমেইল বা ফেইসবুকের ইনবক্সে না পেলে, আমাদের 'ফেইসবুক পেইজে' ইনবক্স করুন, অথবা ইমেইল করুন hello@eyedonationbd.com এই ইমেইল এড্রেসে।